January 12, 2017

বাংলাদেশের প্রথম এনাটমি মিউজিয়াম এবং দেশের বৃহৎ পরিসরে স্থাপিত ফিশারিজ মিউজিয়াম উদ্বোধন

বাংলাদেশের প্রথম এনাটমি মিউজিয়াম এবং দেশের বৃহৎ পরিসরে স্থাপিত ফিশারিজ মিউজিয়াম উদ্বোধন

 

শিক্ষামন্ত্রী চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বাংলাদেশের প্রথম এনাটমি মিউজিয়াম এবং দেশের বৃহৎ পরিসরে স্থাপিত ফিশারিজ মিউজিয়াম উদ্বোধন করেন। মিউজিয়াম দু’টি উদ্বোধন করে শিক্ষামন্ত্রী বলেন, এনাটমি ও ফিশারিজ মিউজিয়ামে যেসব নমুনা সংগ্রহ করা হয়েছে তা দেশের আর কোথাও নেই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অধীনে উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের অর্থায়নে মিউজিয়াম দু’টি স্থাপন করা হয়েছে। এনাটমি মিউজিয়াম বিভিন্ন প্রাণির প্রায় ৬০টি কংকাল, ৩০টি স্ট্যাফ (প্রাণির দেহাশেষ থেকে চামড়া আলাদা করে নতুন অবয়ব সৃষ্টির পর পুনরায় চামড়া দিয়ে মোড়ানো), রাসায়নিক পদ্ধতিতে সংরক্ষিত বিভিন্ন প্রাণির প্রায় ৫০০ অঙ্গ-প্রত্যঙ্গ ও সহস্রাধিক হাড়, প্রাণির মডেল ও স্লাইড রয়েছে।

ফিশারিজ মিউজিয়ামে মোট ৪২৫ প্রজাতির মৎস্য সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে সামুদ্রিক ২২৫ ও স্বাদু পানির ২০০ প্রজাতির মাছের নমুনা রয়েছে। স্বাদু পানির মাছের নমুনাগুলো ময়মনসিংহ, খুলনা, চাঁদপুর, পাবনা, সিলেটের হাওড় অঞ্চল, কাপ্তাই লেক, হালদা ও কর্ণফুলি নদী থেকে সংগৃহীত। এ ছাড়াও ৩০টি শেল সংগ্রহ করা হয়েছে। সংগ্রহীত প্রজাতির দিক থেকে এটি বাংলাদেশের বৃহৎ ফিশারিজ মিউজিয়াম।