January 12, 2017

Óª¼ÓªÖÓºìÓªùÓª¼Óª¿ÓºìÓªºÓºü Óª«ÓºìÓª»ÓºüÓª░Óª¥Óª▓-ÓªÅÓª░ ÓªëÓªªÓºìÓª¼ÓºïÓªºÓª¿

বঙ্গবন্ধু ম্যুরাল -এর উদ্বোধন

 

 ১১ জানুয়ারি ২০১৭ বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি। প্রায় ২২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধুর পোর্ট্রেট ম্যুরালটি উচ্চতায় ১৫ ফুট এবং প্রস্থে ১০ ফুট। পোর্ট্রেট ম্যুরাল হিসাবে এটি চট্টগ্রামে বঙ্গবন্ধুর বৃহৎ ম্যুরাল। এটির প্লাটফর্ম মার্বেল পাথর, শ্বেত পাথর ও গ্রানাইট দ্বারা প্রস্তুত করা হয়েছে। উদ্বোধনের পর পর শিক্ষামন্ত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ ম্যুরালে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।