April 18, 2017

Óª«ÓºüÓª£Óª┐Óª¼Óª¿ÓªùÓª░ Óª©Óª░ÓªòÓª¥Óª░ÓºçÓª░ ÓªòÓª¥Óª░ÓªúÓºç Óª©ÓºìÓª¼Óª¥ÓªºÓºÇÓª¿ÓªñÓª¥ ÓªåÓª¿ÓºìÓªªÓºïÓª▓Óª¿ Óª¼ÓºçÓªùÓª¼Óª¥Óª¿ Óª╣ÓºƒÓºçÓªøÓª┐Óª▓

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা  

‘মুজিবনগর সরকারের কারণে স্বাধীনতা আন্দোলন বেগবান হয়েছিল’ 

 

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ১৭ এপ্রিল ২০১৭ইং বিকাল সাড়ে ৪ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকাল সাড়ে ৮ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় শহীদ মিনার চত্বরে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেছিল। দেশের স্বাধীনতার স্বীকৃতির আদায়ের ক্ষেত্রে অস্থায়ী সরকারের ভূমিকা অনস্বীকার্য। এই সরকারের কারণে স্বাধীনতা আন্দোলন বেগবান হয়েছিল। বৈদেশিক স্বীকৃতি আদায়ে এই সরকার ঐতিহাসিক ভূমিকা পালন করে। উপাচার্য আরো বলেন, ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু ঘোষণা না দিলে ২৬ মার্চ কিংবা ১৭ এপ্রিল আসতো না। অস্থায়ী সরকারের বলিষ্ঠ নেতৃত্বের ফলে আজকের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তিনি বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর প্রয়োজন।

প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. মাসুদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডা. মো. রায়হান ফারুক, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর এম. এ. হালিম, প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, গবেষণা পরিচালক প্রফেসর ড. মো. কবিরুল ইসলাম খান, প্রফেসর আশরাফ আলি বিশ্বাস, মোঃ হাবিবুর রহমান, তাসনিম ইমাম, ফাহাদ বিন কাদের, রবিউল ইসলাম।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।