October 19, 2016

Undergraduate

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তি পরীক্ষা ২৪ নভেম্বর ২০১৮ খ্রি. তারিখ সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এবার তিনটি অনুষদে মোট ২৪৫ জন শিক্ষার্থী ভর্তি করানো হয়।

২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভেটেরিনারি মেডিসিন অনুষদে- পাঁচ বছর মেয়াদী ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) কোর্সে ১০০ জন, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদে- চার বছর মেয়াদী বিএসসি (অনার্স) ইন ফুড সায়েন্স এন্ড টেকনোলজি কোর্সে ৮০ জন এবং ফিশারিজ অনুষদে- চার বছর মেয়াদী বিএসসি ইন ফিশারিজ (অনার্স) কোর্সে ৬৫ জন ছাত্রছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পান। এবার ভর্তির জন্য আবেদন করেছিল ৯৩৩৩ জন শিক্ষার্থী, তার মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬৯২৮ জন পরীক্ষার্থী। আগামী  ০ জানুয়ারী ২০১৯  থেকে স্ব-স্ব অনুষদে ক্লাস শুরু হবে।