March 28, 2017

ÓªÜÓªƒÓºìÓªƒÓªùÓºìÓª░Óª¥Óª« Óª¡ÓºçÓªƒÓºçÓª░Óª┐Óª¿Óª¥Óª░Óª┐ Óªô ÓªÅÓª¿Óª┐Óª«ÓºìÓª»Óª¥Óª▓ Óª©Óª¥ÓªçÓª¿ÓºìÓª©ÓºçÓª© Óª¼Óª┐ÓªÂÓºìÓª¼Óª¼Óª┐ÓªªÓºìÓª»Óª¥Óª▓ÓºƒÓºçÓª░ Óª¿ÓªñÓºüÓª¿ Website ÓªëÓªªÓºìÓª¼ÓºïÓªºÓª¿

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের নতুন Website উদ্বোধন

 

গত ২৯ শে অক্টোবর ২০১৬ ইং তারিখে সকাল ১১.০০ ঘটিকায় The Peninsula Chittagong এ আড়ম্বরপূর্ণ  অনুষ্ঠানের মধ্যে দিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের নতুন Website উদ্বোধন করা হয়। উক্ত Website উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যলয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, সাবেক উপাচার্য প্রফেসর ড. নীতিশ চন্দ্র দেব নাথ, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. আহসানুল হক, ফুড সাইন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার নুরুল ইসলাম, ফিশারিজ অনুষদের ডিন, প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান আরো উপস্থিত ছিলেন ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে সম্মানিত শিক্ষক ও কর্মকর্তা বৃন্দ।  উল্লেখ্য  উক্ত  ওয়েবসাইট  এর  প্রোগ্রামিং ,  ডিজাইন  এবং  হোস্টিং  সার্বিক  কাজ  সম্পাদন  করেছেন বিশ্ববিদ্যালয়ের  আইসিটি  সেল  এর সহকারী  প্রোগ্রামার  জনাব  মোঃ  মামুন  সিকদার  এবং তাকে  সহায়তা  করেছেন  সহকারী নেটওয়ার্ক   ইঞ্জিনিয়ার  জনাব  নাসিম আহমেদ।