মালয়েশিয়ার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ‘Universiti Putra Malaysia-UPM’-এর ভেটেরিনারি মেডিসিন অনুষদের ১২ জন শিক্ষার্থী (আট জন মেয়ে ও চার জন ছেলে) এক্সটার্নশিপ করতে এসেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু)।
গত ২২ জুন ২০১৯ UPM-এর এই শিক্ষার্থীরা ঢাকায় আসে। তারা ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত ঢাকায় সিভাসু’র “টিচিং এন্ড ট্রেনিং পেট হসপিটাল ও রিসার্চ সেন্টারে’’, ২৮ জুন থেকে ০৪ জুলাই পর্যন্ত সিভাসু ক্যাম্পাস ও চট্টগ্রামের বিভিন্ন ডেইরি, পোল্ট্রি ও প্রোডাকশন ফার্মে এবং ০৫ ও ০৬ জুলাই কক্সবাজারে অবস্থিত সিভাসু’র গবেষণা কেন্দ্রে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেছে।
উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি অনুযায়ী ইতিপূর্বে সিভাসু’র ১৫ জন শিক্ষার্থী গিয়েছিল মালয়েশিয়ার উক্ত বিশ্ববিদ্যালয়ে।