জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর বিশ্ব প্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় ২৫ নভেম্বর ২০১৭ বেলা ১১টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্রছাত্রী ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে জাকির হোসেন রোড ঘুরে আবার বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ব্যান্ডের তালে তালে ব্যানার-ফেস্টুন নিয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেন।
এরপর এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ এদেশের মানুষকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ করেছিল। তিনি বলেন, মেমোরী অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভূক্তির মাধ্যমে ইউনেস্কোর বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় বঙ্গবন্ধুর ভাষণ বিশ্ব দরবারে নতুন মর্যাদায় সিক্ত হলো।
বক্তব্যের পর উপাচার্য বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।