চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি ২০১৭ ইং বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন।
গবেষণা পরিচালক প্রফেসর ড. মো. কবিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. নুরুল আবছার খান, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডা. মো. রায়হান ফারুক, ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. জুনায়েদ ছিদ্দিকী।
কর্মশালায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে পরিচালিত ২২টি গবেষণা প্রকল্পের কার্যক্রম মাল্টিমিডিয়ায় উপস্থাপন করা হয়। এ সময় প্রকল্পের তথ্য-উপাত্ত পর্যালোচনা ও বিশ্লেষণ করা হয়। কর্মশালায় গবেষণা প্রকল্পের পরবর্তী কার্যক্রম সংক্রান্ত দিক নির্দেশনা প্রদান করা হয়।
গবেষণা প্রকল্প উপস্থাপন করেন ডা. মুক্তা দাশগুপ্তা, ডা. আসিফ ইমতিয়াজ শাওন, সোহেল রানা, ডা. বাবু কান্তি নাথ, ড. মেজবাহ উদ্দিন, প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর, ড. আজিজুন্নেছা, মো. ইমরান হোসেন, ডা. মুক্তি বড়ুয়া, প্রফেসর ডা. বেলায়েত হোসেন, প্রফেসর ড. মো. কবিরুল ইসলাম খান, প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, ডা. ওমর ফারুক মিয়াজী, ডা. মো. শফিকুল ইসলাম, সুব্রত কুমার ঘোষ, শেখ ইশতিয়াক আহমেদ, জয়শ্রী সরকার, মো. আলতাফ হোসেন, মোনসুর আহমদ, মো. শত্তকত আলী, নিলুফা ইয়াসমিন ও আবদুল মতিন।
কর্মশালা উদ্বোধন করে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের গুণগত মান বৃদ্ধির জন্য গবেষণার বিকল্প নেই। গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্ত প্রকাশনার মাধ্যমে সংরক্ষণ করতে হবে। এতে বর্তমান ও ভবিষ্যতের গবেষক ও শিক্ষার্থীরা উপকৃত হবেন। গবেষণার প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হবে উল্লেখ করে উপাচার্য বলেন, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার কাজ চলছে। এজন্য তিনি শিক্ষকদেরকে গবেষণার কাজে আরো মনোনিবেশ করার আহবান জানান।