কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)শিক্ষক সমিতি। সংগঠনের উদ্যোগে ১৩ ডিসেম্বর ২০২০ ইং রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি প্রফেসর ড. মো: মনিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. সুচন্দন সিকদার এর সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.গৌতম বুদ্ধ দাশ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিভাসু উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এ অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. জান্নাতারা খাতুন, পোল্ট্রি রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, ওয়ান হেল্থ ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর ড. শারমীন চেীধুরী, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দীন, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো: কবিরুল ইসলাম খান, প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ, প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড.বিবেক চন্দ্র সূত্রধরসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা অংশগ্রহণ করেন।