স্বাস্থ্যবিধি মেনে ও পারস্পরিক দূরত্ব বজায় রেখে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) বিভিন্ন অনুষদের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইউজিসি’র সিদ্ধান্ত অনুযায়ী ১৫ ডিসেম্বর ২০২০ বেলা ১১:৩০ ঘটিকায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫১তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।
একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম জানিয়েছেন, পরীক্ষা গ্রহণের নিমিত্ত অনুষদীয় ডিনবৃন্দ সমন্বিতভাবে একটি সিডিউল প্রস্তুত করবেন। উক্ত সিডিউল অনুযায়ী পালাক্রমে প্রতি অনুষদের পরীক্ষা গ্রহণ করা হবে। স্বাস্থ্যবিধি মানার সুবিধার্থে পালাক্রমে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা চলাকালীন সময়ে আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। ছাত্রছাত্রীরা নিজ ব্যবস্থাপনায় পরীক্ষায় অংশগ্রহণ করবে।