Students

  Teachers

  Staffs

 



বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সিভাসু অফিসার সমিতির মানববন্ধন






কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ এবং দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) অফিসার সমিতি।   

১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি ডা. কাজী রোখসানা সুলতানা সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবু মোহাম্মদ আরিফ-এর সঞ্চালনায় উক্ত মানববন্ধন কর্মসূচিতে সিভাসু কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (অর্থ হিসাব) মো: আবুল কালাম, লাইব্রেরিয়ান মো: হাবিবুর রহমান, প্রধান প্রকৌশলী অচিন্ত্য কুমার চক্রবর্ত্তী, উপ-পরিচালক (জনসংযোগ প্রটোকল) খলিলুর রহমান এবং উপ-পরিচালক (অডিট) মো: ইয়াছিন চৌধুরী।   

উল্লেখ্য, একই দাবিতে সিভাসু কর্মচারী ইউনিয়নও মানবন্ধন কর্মসূচি পালন করেছে