Students

  Teachers

  Staffs

 



বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার এর সিভাসু পরিদর্শন






বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান, এএফডব্লিউসি, পিএসসি ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার  দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) পরিদর্শন করেছেন।

তিনি সিভাসু এনাটমি মিউজিয়াম, ফিশারিজ মিউজিয়াম, এস. . কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতাল, পোল্ট্রি রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার-এর বিভিন্ন ল্যাব ঘুরে দেখেন। পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর . গৌতম বুদ্ধ দাশ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান পরিচালক এবং সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

পরিদর্শন শেষে উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় মেজর জেনারেল এস এম মতিউর রহমান, এএফডব্লিউসি, পিএসসি বলেন, সিভাসু কোনো সাধারণ বিশ্ববিদ্যালয় নয়, এটি একটি বিশেষায়িত আধুনিক বিশ্ববিদ্যালয়। এর বিদ্যমান সুযোগ-সুবিধাগুলো কাজে লাগাতে পারলে এটি অনেকদূর এগিয়ে যাবে।

সময় উপাচার্য প্রফেসর . গৌতম বুদ্ধ দাশ ২৪ পদাতিক ডিভিশনের জিওসিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন।