Students

  Teachers

  Staffs

 



বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে ‘স্মরণিকা’ প্রকাশ করল সিভাসু অফিসার সমিতি






সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষেস্মরণিকাপ্রকাশ করেছে চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) অফিসার সমিতি। ০৮ মার্চ ২০২১ সোমবার দুপুরে সিভাসু অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেস্মরণিকা মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর . গৌতম বুদ্ধ দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ডা: কাজী রোখসানা সুলতানা।  

অফিসার সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবু মোহাম্মদ আরিফ-এর সঞ্চালনায়স্মরণিকা মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, লাইব্রেরিয়ান মো: হাবিবুর রহমান, পরিচালক (অর্থ হিসাব) মো: আবুল কালাম, পরীক্ষা নিয়ন্ত্রক মো: আবুল কাসেম, প্রধান প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্ত্তী, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মজিবুর রহমান, জনসংযোগ প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক খলিলুর রহমান, উপ-পরিচালক (অডিট) মো: ইয়াছিন চৌধুরীসহ সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।    

মোড়ক উন্মোচনের পর অনুষ্ঠিত হয় অফিসার সমিতির বার্ষিক সাধারণ সভা। এতে দ্বি-বার্ষিক প্রতিবেদন ২০১৯-২০২০ উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবু মোহাম্মদ আরিফ এবং আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ সিদ্ধার্থ শংকর চৌধুরী।