Students

  Teachers

  Staffs

 



সিভাসু’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্যাপক কর্মসূচি



ব্যাপক  উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের নিমিত্ত ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ।

সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিস্তারিত কর্মসূচির উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর . গৌতম বুদ্ধ দাশ।  

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো- কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গবন্ধু ম্যুরাল বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, সিভাসু ওয়েবসাইটেস্বাধীনতার সুবর্ণজয়ন্তী কর্ণারউদ্বোধন, বৃক্ষরোপণ, কেন্দ্রীয় লাইব্রেরির মুক্তিযুদ্ধ কর্ণারেবঙ্গবন্ধু মুক্তিযুদ্ধবিষয়ক বই হস্তান্তর, শিক্ষক-কর্মকর্তা-ছাত্রছাত্রীদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ, কর্মচারীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ, মিলাদ বিশেষ মোনাজাত, সাংস্কৃতিক সন্ধ্যামুক্তির উৎসবএবং আলোকসজ্জা।    

উল্লেখ্য, মহান স্বাধীনতা জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ বৃহস্পতিবার সিভাসু ওয়েবসাইটে (অনলাইন) ‘স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদান’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।