Students

  Teachers

  Staffs

 



বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিভাসুর উদ্যোগে বিনামূল্যে প্রাণী টিকা ও চিকিৎসা সেবা কর্মসূচি






বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উদ্যোগে দুইদিনব্যাপী বিনামূল্যে প্রাণী টিকা চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এস.. কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় গত ২৮ মার্চ আকবরশাহ থানার উত্তর লেকসিটি এলাকায় এবং ২৯ মার্চ সীতাকুন্ডের ছোট দারোগার হাটে এই সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে গবাদি প্রাণীর ক্ষুরারোগ (এফএমডি), বাদলা (ব্ল্যাক কোয়াটার) এর জন্য প্রতিরোধক টিকা প্রদানের পাশাপাশি গবাদি প্রাণীর চিকিৎসা সেবা, কৃমিনাশক, ভিটামিন রুচিবর্ধক ঔষধ প্রদান করা হয়। এছাড়াও খামারীদের খামার পরিচালনা সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়।

এই আয়োজনে উত্তর লেকসিটিতে ২৩টি গরুর ক্ষুরারোগের টিকা ৫টি গরুর বাদলা রোগের টিকাসহ মোট ৪১টি গরু এবং ৩টি ছাগলের চিকিৎসা সেবা প্রদান করা হয়। সীতাকুন্ড উপজেলার ছোট দারোগা হাট কমিউনিটি ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে ২৫টি গরুর ক্ষুরারোগের টিকা ১টি গরুর বাদলা রোগের টিকাসহ মোট ৩৭টি গরু ৬টি ছাগলের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও ৭টি খামারে মৃত মুরগীর ময়না তদন্ত পরামর্শ প্রদান করা হয়।

 সময় এস.কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালের পরিচালক প্রফেসর ভজন চন্দ্র দাসবহিরাঙ্গণ কার্যক্রম পরিচালক প্রফেসর .কে.এমসাইফুদ্দীনফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস.কেএমআজিজুল ইসলামমেডিসিন বিভাগের শিক্ষক আহাদুজ্জামানসহ বিভাগীয় শিক্ষক  ইন্টার্ন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।