Students

  Teachers

  Staffs

 



সিভাসু’ তে ওয়ান হেল্থ ডে-২০২১ উদযাপন






নানা কর্মসূচির মধ্য দিয়ে ০৮ নভেম্বর ২০২১ চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘ওয়ান হেলথ ডে-২০২১’উদযাপন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, সেমিনার এবং কুইজ প্রতিযোগিতা। সিভাসু, ওয়ান হেল্থ বাংলাদেশ এবং গ্লোবাল হেল্থ ডেভেলপমেন্ট-এর যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।  

বিকাল আড়াইটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের করা শোভাযাত্রায় সিভাসু’র শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং কর্মচারীরা অংশগ্রহণ করেন। এরপর সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সেমিনার ও কুইজ প্রতিযোগিতা।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথি হিসেব ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবাল হেল্থ ডেভেলপমেন্ট-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশ এবং আইইডিসিআর-এর সাবেক পরিচালক প্রফেসর ডা. মাহমুদুর রহমান। প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন-চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস, সিভাসু’র পোল্ট্রি রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার-এর পরিচালক   প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, ডিভিশনাল ফরেস্ট অফিসার (ওয়াইল্ডলাইফ ম্যানেজমেন্ট এন্ড ন্যাচার কন্জারভেশন ডিভিশন, চট্টগ্রাম) রফিকুল ইসলাম চেীধুরী এবং ওয়ান হেল্থ ইয়াং ভয়েস, বাংলাদেশ-এর সভাপতি ইশরাত জাহান ইশা। সেমিনারে সভাপতিত্ব করেন সিভাসু’র ওয়ান হেল্থ ইনস্টিটিউট-এর পরিচালক প্রফেসর ড. শারমীন চৌধুরী।   

সেমিনার শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।