চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে অধ্যাপক ড. মো: মাসুদুজ্জামান সভাপতি, অধ্যাপক ড. মো: আশরাফ আলি বিশ্বাস সহ-সভাপতি ও অধ্যাপক ড. মো: মেজবাহ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত প্রগতিশীল শিক্ষক ফোরাম কর্তৃক মনোনীত প্যানেল শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের ১৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনায় গঠিত কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এএমএএম জুনায়েদ ছিদ্দিকী আজ ৩১ মার্চ ২০২২ সন্ধ্যায় বিজয়ীদের নাম ঘোষণা করেন।
সিভাসু শিক্ষক সমিতির ২০২২-২০২৩ কার্যকরী পরিষদের নির্বাচনে বিজয়ীরা হলেন-সভাপতি পদে প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মো: মাসুদুজ্জামান, সহ-সভাপতি পদে এনিম্যাল সাইন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. মো: আশরাফ আলি বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. মো: মেজবাহ উদ্দিন।
কার্যকরী পরিষদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন যুগ্ম সম্পাদক ড. আমীর হোসেন সৈকত, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গউজ মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ড. মো: সাদেকুর রহমান খান, দপ্তর সম্পাদক মো: মজিবুল হক, সদস্য অধ্যাপক ড. মো: কবিরুল ইসলাম খান, মিসেস শিরীন আক্তার, ড. মো: ফয়সাল, দিলশাদ ইসলাম, ড. মো: মহিউদ্দীন জাহাঙ্গীর, ডা. ইফতেখার আহমেদ রানা, মো: মাইন উদ্দিন মামুন ও মতিউর রহমান।
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মোনসুর আহমেদ ও শাহিদা আরফিন শিমুল।