যুগপোযোগী স্নাতকোত্তর ডিগ্রী প্রদানের লক্ষ্যে ‘ডেয়রী ও পোল্ট্রি বিজ্ঞান’ বিভাগের উদ্যোগে সিভাসুতে গত ১৫ ফেব্রুয়ারী ২০২০ খ্রি. স্নাতকোত্তর (ডেয়রী সায়েন্স) কারিকুলামের উপর রিভিউ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় বিভাগীয় প্রধান প্রফেসর ড. এ কে এম হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. জান্নাতারা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. কবিরুল ইসলাম খান, পরিচালক (আইকিউএসি) ও ড. পংকজ চক্রবর্তী, সমন্বয়ক (উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি)। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে আগত শিক্ষকবৃন্দ, দুগ্ধ বিজ্ঞান শিল্পে নিয়োজিত খামারীবৃন্দ এবং মিল্কভিটা হতে আগত এজিএম জনাব মো: মোস্তাফিজুর রহমান।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর গৌতম কুমার দেবনাথ ও জনাব নাঈম উদ্দীন (সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ডেয়রী ফার্ম এসোসিয়েশন)। খামারীদের বাস্তবধর্মী সমস্যা সম্পর্কে জেনে বর্তমান কারিকুলামে নতুন বিষয় সংযোজনের জন্য খামারীদের বক্তব্য নেয়া হয় যাতে নতুন স্নাতকোত্তর ডিগ্রীধারীরা আরও কার্যকরভাবে তাদের সমস্যা সমাধান করতে পারে।
দুগ্ধ বিজ্ঞান শিল্পে আধুনিক প্রযুক্তির সাথে মানিয়ে নেয়ার মত দক্ষতা অর্জনের জন্য বর্তমান কারিকুলামের সাথে নতুন যে বিষয় সংযোজন করা দরকার তার জন্য ডেয়রী খামারীদের বক্তব্য শোনা হয়।
সম্মানিত শিক্ষকমন্ডলী, এলামনাই ও খামারীদের যুক্তিযুক্ত আলোচনার মাধ্যমে বর্তমান কারিকুলামের সাথে আরও যে বিষয় যুক্ত করতে হবে তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও স্নাতকোত্তর পর্যায়ের গবেষণাকে জনস্বার্থে ব্যবহার উপযোগী ও ছাত্র/ছাত্রীদের গবেষণার মানোন্নয়নের স্বার্থে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাংলাদেশে প্রথমবারের মত স্নাতকোত্তর কারিকুলাম রিভিউ কর্মশালা আয়োজনের পদক্ষেপ গ্রহণের জন্য বিভাগীয় প্রধানকে কর্মশালায় উপস্থিত সবাই সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের কর্মশালা সব অনুষদ এবং বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়ন করা উচিত বলে তাঁরা মত প্রকাশ করেন।