Students

  Teachers

  Staffs

 



বঙ্গবন্ধুর সমাধিতে সিভাসু’র নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান-এর শ্রদ্ধা নিবেদন






টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। ২০ জানুয়ারি ২০২৩ শুক্রবার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

সিভাসু উপাচার্য বঙ্গবন্ধুসহ ’৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।  

পরে তিনি বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত মিউজিয়াম পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভাসু’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল ।