Students

  Teachers

  Staffs

 



সিভাসু’তে ‘রিসার্চ গ্রান্ট প্রপোজাল রাইটিং’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত






চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘রাইটিং রিসার্চ গ্রান্ট প্রপোজাল ফর ইয়াং একাডেমিশিয়ানস’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্সস সেল (আইকিউএসি) সিভাসু’র সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের জন্য গত মঙ্গলবার এই কর্মশালার আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সকাল ৯টায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ইউজিসি’র সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল এবং ইউজিসি’র স্ট্র্যাটেজিক প্লানিং ও কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. গউজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (কিউএ) ও সহযোগী অধ্যাপক ড. মো: কাউছার-উল-আলম।

কর্মশালার টেকনিক্যাল সেশনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র ওয়ান হেল্থ ইনস্টিটিউটের পরিচালক ও প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. শারমীন চৌধুরী, জেনেটিক্স অ্যান্ড এনিম্যাল ব্রিডিং বিভাগের প্রধান প্রফেসর ড. মো: কবিরুল ইসলাম খান এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) ও মেরিন বায়োরিসোর্স সাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান।