চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১০ জুন ২০২৩ ‘তথ্য অধিকার’ বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সিভাসু’র তথ্য অধিকার কর্মপরিকল্পনা (অর্থবছর ২০২২-২০২৩) বাস্তবায়নের নিমিত্ত গঠিত তথ্য অধিকার (আরটিআই) কমিটি কর্তৃক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটর, উচ্চমান সহকারী, নেটওয়ার্ক টেকনিশিয়ান, হার্ডওয়্যার টেকনিশিয়ান এবং অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্টদের জন্য ‘তথ্য অধিকার’ বিষয়ক এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল এবং আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. গউজ মিয়া। সভাপতিত্ব করেন জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র উপপরিচালক ও সিভাসু’র তথ্য অধিকার কমিটির ফোকাল পয়েন্ট খলিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার ডা. অদিতি দে মৌ।
রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম।