Students

  Teachers

  Staffs

 



সিভাসু’র ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানের সময়সূচি পুন:নির্ধারণ চিকিৎসাসেবা চলবে সকাল ৯টা হতে রাত ৮টা পর্যন্ত



চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভেটেরিনারি ক্লিনিক্সের আওতাধীন এস. এ. কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানের সময়সূচি পুন:নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর  রবিবার থেকে সিভাসু’র মূল ক্যাম্পাসে অবস্থিত এ হাসপাতালে সকাল ৯টা হতে রাত ৮টা পর্যন্ত চিকিৎসাসেবা প্রদান করা হবে।

গবাদি ও পোষা প্রাণী প্রতিপালক এবং খামারিদের সুবিধার্থে সিভাসু কর্তৃপক্ষ এ সিন্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন এবং অন্যান্য সরকারি ছুটির দিনে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ থাকবে। উল্লেখ্য, আগে সিভাসু’র এ হাসপাতালে চিকিৎসাসেবা কার্যক্রম চলত সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত।