Students

  Teachers

  Staffs

 



সিভাসু’তে দুগ্ধ খামারীদের জন্য ‘দুগ্ধ খামারে প্রাণি কল্যাণ নিশ্চিতকরণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা






চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এর ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগ কর্তৃক ‘দুগ্ধ খামারে প্রাণি কল্যাণ নিশ্চিতকরণ’ এর উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গত বুধবার অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে চট্টগ্রামের বিভিন্ন দুগ্ধ খামার হতে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে দুগ্ধ খামারে গাভীর প্রাণি কল্যাণ নিশ্চিতকরণের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলম। বিশেষত দুগ্ধ খামারে গাভীর প্রাণি কল্যাণ নিশ্চিতকরণে “ফাইভ ফ্রিডমস” বা “পাঁচ মূলনীতি” এবং তাদের গুরুত্ব ইত্যাদি নিয়ে ড. আলম পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন এর মাধ্যমে সচিত্র বিষয়সমূহ আলোকপাত করেন। গাভীর প্রাণি কল্যাণ নিশ্চিতকরণ ও এর অর্থনৈতিক প্রভাবসমূহের সাথে উৎপাদন সংশ্লিষ্ট ও উৎপাদন বাধাদানকারী প্রাণি কল্যাণ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে ডা. মো: রিদুয়ান পাশা উপস্থাপন করেন।

প্রশিক্ষণ কর্মসূচি শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহনেওয়াজ আলী খান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. এএসএম লুৎফুল আহসান। এছাড়াও বক্তব্য দেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ও পরিচালক (বহিরাঙ্গন) ড. এ কে এম সাইফুদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণাও সম্পসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এস. কে. এম আজিজুল ইসলাম। বক্তাগণ এই প্রশিক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বলে মত দেন এবং এই প্রশিক্ষণের মাধ্যমে দুগ্ধ খামারীদের সচেতন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। "প্রাণি কল্যাণ আইন-২০১৯" মেনে দুগ্ধ খামারীগণ খামার ব্যবস্থাপনা নিশ্চিত করলে ভোক্তাগণ নিরাপদ দুগ্ধ খামার থেকে সংগ্রহ করতে পারবেন এবং এতে খামারীগণও লাভবান হবেন বলে উপস্থিত আলোচকবৃন্দ মত প্রদান করেন। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ প্রাণী ও মানব স্বাস্থ্যের সাথে সম্পর্কিত এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ আয়োজন করার জন্য ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।