Students

  Teachers

  Staffs

 



বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৪ উপলক্ষ্যে পোষা প্রাণীকে বিনামূল্যে টিকা দেবে সিভাসু



আগামী ২৮ সেপ্টেম্বর শনিবার বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৪ উপলক্ষ্যে পোষা প্রাণীকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেবে  চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ।

ঐদিন সিভাসু’র ভেটেরিনারি ক্লিনিক্সের এস. এ. কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতাল এবং মেডিসিন ও সার্জারি বিভাগের যৌথ উদ্যোগে ১০০টি পোষা প্রাণীকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান করা হবে। এছাড়া, ৩০ জন পোষা প্রাণীর মালিককে নিয়ে আয়োজন করা হবে জলাতঙ্ক সম্পর্কিত সচেতনতামূলক সভা।

সিভাসু’র পরিচালক (ভেটেরিনারি ক্লিনিক্স) প্রফেসর ড. ভজন চন্দ্র দাস বলেন, বিনামূল্যে টিকাপ্রাপ্তি এবং সভায় অংশগ্রহণের জন্য পোষা প্রাণীর মালিকগণকে রেজিস্ট্রেশন করতে হবে। তিনি পোষা প্রাণীর মালিকগণকে সকাল ১০টা হতে বিকাল ৫টার মধ্যে (শুক্রবার ও শনিবার ব্যতিত) ০১৩১৪-৩০০৬৫৫ মোবাইল নম্বরে ফোন করে রেজিস্ট্রেশন করার অনুরোধ জানান।