Students

  Teachers

  Staffs

 



বিশ্ব এএমআর সচেতনতা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় সিভাসু’র শিক্ষার্থীদের পুরস্কার লাভ






বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত ভিডিও প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) দুই কৃতী শিক্ষার্থী। ভিডিও প্রতিযোগিতায় সেরা বার্তার জন্য পুরস্কৃত হয়েছেন সিভাসু’র ফিজিওলিজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের মাস্টার্সের ছাত্র ডা. বোরহান উদ্দিন রাব্বি। আর সৃজনশীল ভিডিও ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২য় বর্ষের শিক্ষার্থী মো. রহিদুল ইসলাম। সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাদেরকের পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ এএমআর রেসপন্স অ্যালায়েন্স, স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, খাদ্য ও কৃষি সংস্থা, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।