Students

  Teachers

  Staffs

 



এমওইউ স্বাক্ষরিত: পাকিস্তানে এক মাসের ইন্টার্নশিপ করবে সিভাসু’র শিক্ষার্থীরা






শিক্ষা ও গবেষণা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে পাকিস্তানের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস (ইউভিএএস)’- এর সাথে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদ ও ইউভিএএস’র ভেটেরিনারি সাইন্স অনুষদের মধ্যে গতকাল বুধবার সন্ধ্যায় তিন বছরের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্ব-স্ব অনুষদের ডিনবৃন্দ সই করেন। পরবর্তীতে এই চুক্তি নবায়নের সুযোগ রয়েছে।

এই চুক্তির আওতায় সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা পাকিস্তানের লাহোরে অবস্থিত ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেসে (ইউভিএএস) এক মাসের ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। একইভাবে ইউভিএএস’র ভেটেরিনারি সাইন্স অনুষদের শিক্ষার্থীরাও সিভাসু’তে এক মাসের ইন্টার্নশিপ করতে পারবে।

ইন্টার্নশিপ চলাকালে সিভাসু’র শিক্ষার্থীরা পাকিস্তানের এই বিশ্ববিদ্যলয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে ক্লিনিক্যাল প্র্যাকটিস, যেমন-চিকিৎসা, সার্জারি ইত্যাদি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ নিতে পারবে। পাশাপাশি তারা ইউভিএএস’র বিভিন্ন ডেইরি ও পোল্ট্রি ফার্ম, হ্যাচারি এবং গবেষণা ল্যাবের কার্যক্রম পরিদর্শনের মাধ্যমে ডেইরি-পোল্ট্রি প্রোডাকশন সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পাবে। একইভাবে, ইউভিএএস থেকে সিভাসু’তে আগত ইন্টার্ন শিক্ষার্থীরাও সিভাসু’র মূল ক্যাম্পাস, হাটহাজারী ক্যাম্পাস, ঢাকাস্থ পোষা প্রাণী হাসপাতালে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে।

এছাড়া, এই চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা উপকরণ, প্রকাশনা ও একাডেমিক তথ্য বিনিময়; যৌথ গবেষণা প্রোগ্রাম ও একাডেমিক কনফারেন্স আয়োজন; শিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসিনক কর্মীবিনিময়; পাঠ্যক্রম উন্নয়ন ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতাসহ দুই প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির লক্ষ্যে অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা হবে।  

ভার্চুয়ালি অনুষ্ঠিতে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে সিভাসু’র পক্ষে স্বাক্ষর করেন সিভাসু’র উপাচার্য এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিভাসু’র পরিচালক (বহিরাঙ্গনকার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দীন, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. আবদুল আহাদ এবং রেজিস্ট্রার মীর্জা ফারুকইমাম।

এমওইউ সম্পর্কে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, এই চুক্তির আওতায় সিভাসু’র ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) এর ৫ম বর্ষের প্রথম সেমিস্টারের ৯১ জন শিক্ষার্থী দুই গ্রুপে বিভক্ত হয়ে আগামী জুলাই/আগস্টে পাকিস্তানের লাহোরে অবস্থিত উক্ত বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ করতে যাবে।