Students

  Teachers

  Staffs

 



সিভাসু’র ডিভিএম শিক্ষার্থীদের মাঝে ডাক্তারি যন্ত্রপাতি বিতরণ






চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম)-এর ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবক্স (ডাক্তারি যন্ত্রপাতি) বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সিভাসু অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ডিভিএম শিক্ষার্থীদের মাঝে এসব কিটবক্স বিতরণ করা হয়। 

কিটবক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

 বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভাসু’র পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দীন, পরিচালক (ভেটেরিনারি ক্লিনিক্স) প্রফেসর ড. ভজন চন্দ্র দাস এবং চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ড. পংকজ চক্রবর্তী।

অনুষ্ঠানে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আজকে তোমরা যে কিটবক্স পেয়েছো, সেই কিটবক্সগুলোতে ২১ ধরনের ডাক্তারি যন্ত্রপাতি রয়েছে। তোমরা এগুলোর সদ্ব্যবহার করবে, হাতেকলমে কাজ শিখবে এবং নিজেদেরকে দক্ষ ও আন্তর্জাতিকমানের ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তুলবে।’