Students

  Teachers

  Staffs

 



বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে সিভাসু উপাচার্যের শোক প্রকাশ



বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) রূপকার বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। 

এক শোকবার্তায় উপাচার্য বলেন, মরহুম আবদুল্লাহ আল নোমান ছিলেন একজন সৎ, পরিচ্ছন্ন ও ত্যাগী রাজনীতিবিদ । তাঁর মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো।  

 উপাচার্য আরও বলেন, আমৃত্যু দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন চট্টগ্রামের এই কৃতী সন্তান। তাঁর হাত ধরেই প্রতিষ্ঠা লাভ করে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)।  

বাংলাদেশে ভেটেরিনারি সাইন্স ও এনিম্যাল হাজবেন্ড্রিকে একীভূত করে একটি সমন্বিত ও সময়োপযোগী ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের লক্ষ্যে ১৯৯৫ সালে তৎকালীন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব আবদুল্লাহ আল নোমান ‘চট্টগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজ’ স্থাপন করেন। ২০০৬ সালে তিনি এটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেন। তাঁর এই অবদানের কথা সিভাসু পরিবার সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।  

সিভাসু উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।