Students

  Teachers

  Staffs

 



বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের প্রতি সিভাসু পরিবারের শ্রদ্ধা নিবেদন






বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) রূপকার বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে সিভাসু পরিবার।

সিভাসু’র শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজ শুক্রবার সকাল পৌনে ৯টায় মরহুম আবদুল্লাহ আল নোমানের মরদেহ সিভাসু ক্যাম্পাসে আনা হয়। 

সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান সিভাসু পরিবারের পক্ষ হতে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আবদুল্লাহ আল নোমান ছিলেন একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

তিনি আরো বলেন, ‘মরহুম আবদুল্লাহ আল নোমান আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তাঁর হাত ধরেই প্রতিষ্ঠা লাভ করে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)।১৯৯৫ সালে তিনি ‘চট্টগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজ’ প্রতিষ্ঠা করেছিলেন। ২০০৬ সালে তিনি এ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেন।’  

সিভাসু উপাচার্য বলেন, ‘আজকে সিভাসু অনেক বড় একটি পরিবার। বাংলাদেশে কৃষিশিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এই বিশ্ববিদ্যালয় আজকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সুনাম অর্জন করেছে। সিভাসু’র এই অর্জনের পেছনে যে মহান ব্যক্তিটি কাজ করেছিলেন-তিনি হচ্ছেন আবদুল্লাহ আল নোমান। তাঁর এই অবদানের কথা সিভাসু পরিবার কখনো ভুলবে না। আমি তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ 

সিভাসু’র উদ্যোগে আয়োজিত উক্ত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মরহুম আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান। 

শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া, মরহুমের স্মরণে সিভাসু’র কেন্দ্রীয় লাইব্রেরিতে একটি শোকবহি খোলা হয়েছে।