Students

  Teachers

  Staffs

 



সিভাসু’তে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত







কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল ২০২৫ শনিবার বিকাল ৩টায় সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামে ‘চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)’ এবং এর অধীন চারটি উপকেন্দ্র: ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি), পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ এবং পাহাড়তলী কলেজে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিভাসু’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।

এবার কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। সিভাসু কেন্দ্রে বাকৃবি’র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ উদ্দীন ভূঞা। কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সিভাসু’র রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম বলেন, এবার সিভাসু কেন্দ্র এবং এর অধীন চারটি উপকেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৭ হাজার ৫৯৪ জন। উপস্থিত ছিল ৬ হাজার ৬৩৩ জন। উপস্থিতির হার ছিল ৮৭. ৩৪ শতাংশ।