Students

  Teachers

  Staffs

 



বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সম্মানিত সদস্য প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম-কে খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান






গত ২৯ মে, ২০১৯  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের প্রেক্ষিতে ১৬ জুন ২০১৯ তারিখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ আব্দুল আলীম বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ লাভ করেন। তিনি যোগদানের পরপরই বাংলাদেশের নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেখানে ফুড সায়েন্স এন্ড টেকনোলজি/ ইঞ্জিনিয়ারিং বিষয়ে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করা হয় তাদের সাথে মতবিনিময়ে অংশগ্রহণ করেন, তারই অংশ হিসেবে অদ্য ২৬/০৬/২০১৯ খ্রি. তারিখ সিভাসু এর খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় ড.আব্দুল আলীম বাংলাদেশের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ খাদ্য কর্তৃপক্ষের পাশাপাশি খাদ্য বিজ্ঞান গ্র্যাজুয়েটদের অগ্রণী ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন।

উক্ত মতবিনিময় সভায় সিভাসু’র খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের বিভাগীয় প্রধানগণ এবং শেষ বর্ষের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। এফএসটি অনুষদের সম্মানিত ডিন প্রফেসর  ড. জান্নাতারা খাতুন উক্ত  মতবিনিময় সভার সভাপতিত্ব করেন।