Students

  Teachers

  Staffs

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ড ও বিস্ফোরণে আহতদের চিকিৎসার্থে অনুদান দিল সিভাসু প্রগতিশীল শিক্ষক ফোরাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ড ও বিস্ফোরণে আহতদের পাশে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক ফোরাম।

সিভাসু প্রগতিশীল শিক্ষক ফোরামের সদস্যবৃন্দ তাদের ব্যক্তিগত তহবিল থেকে কনটেইনার ডিপোতে অগ্নিকান্ড ও বিস্ফোরণে আহতদের চিকিৎসার্থে ৬২,৫০০ টাকা অনুদান দিয়েছেন।

৮ জুন ২০২২ সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: শামীম আহসান, এমপিএইচ এর হাতে অনুদানের টাকা তুলে দেওয়া হয়। এ সময় প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি ও সিভাসু’র ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাসনিম ইমামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।