চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং এর আউটরিচ ক্যাম্পাসমূহের কার্যক্রম পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম।
১৮ জুন ২০২২ শনিবার সকালে তিনি সিভাসু’র মূল ক্যাম্পাস পরিদর্শন করেন এবং সিভাসু’র আউটরিচ ক্যাম্পাসসমূহের কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সিভাসু’র একুশে পদকপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান এবং বিশিষ্ট সমাজকর্মী রেহানা সুলতানা।
গতকাল শুক্রবার ১৭ জুন ২০২২ মোসাম্মৎ নাসিমা বেগম চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত সিভাসু’র রিসার্চ অ্যান্ড ফার্ম বেইস্ড ক্যাম্পাস পরিদর্শন করেন। আগামীকাল শনিবার তাঁর সিভাস’র কক্সবাজারস্থ কোস্টাল বায়োডাইভার্সিটি, মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ সেন্টার পরিদর্শনের কথা রয়েছে।