Students

  Teachers

  Staffs

 

সিভাসু’র ডিভিএম ২৪তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ





চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ২৪তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ করা হয়।

কিটবক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

মেডিসিন ও সার্জারি বিভাগের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দীন, প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. মো: মাসুদুজ্জামান, ভেটেরিনারি ক্লিনিক্স-এর পরিচালক প্রফেসর ড. মো: রায়হান ফারুক এবং জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, চট্টগ্রাম-এর উপপরিচালক ডা. সৈয়দ মোহাম্মদ ওয়ারেস কামাল। সভাপতিত্ব করেন মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ড. আজিজুন্নেসা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পেশার প্রতি মমত্ববোধ ও একাগ্রতা থাকতে হবে। কারণ পেশার প্রতি মমত্ববোধ ও একাগ্রতা মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দেয়। আশাকরি, কিটবক্সপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের পেশার মর্যাদার প্রতি যত্নবান হবে।

অনুষ্ঠানে সিভাসু উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ শিক্ষার্থীদেরকে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখার আহবান জানান।