যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর ২০২২ শুক্রবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২:০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সিভাসু’র কোষাধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: কামাল পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শিক্ষক সমিতি, অফিসার সমিতি, প্রগতিশীল শিক্ষক ফোরাম, অনুষদ, আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরাল এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে সিভাসু কতৃর্ক আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল-সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও সশস্ত্র সালাম, আলোচনাসভা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের জন্য প্রীতি ক্রিকেট ম্যাচ এবং কর্মচারীদের জন্য প্রীতি ফুটবল ম্যাচ। বিজয় দিবসের কর্মসূচিগুলোতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফিশারিজ অনুষদের ডিন ও প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সহসভাপতি প্রফেসর ড. মো: আশরাফ আলি বিশ্বাস বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. আশুতোষ দাশ, ওয়ান হেল্থ ইনস্টিটিউট-এর পরিচালক প্রফেসর ড. শারমীন চৌধুরী, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজী, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. এ. এস. এম. লুৎফুল আহসান, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. গউজ মিয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক তাসনিম ইমাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, অফিসার সমিতির সভাপতি খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ আরিফ।