Students

  Teachers

  Staffs

 

সিভাসু’তে সুশাসন প্রতিষ্ঠায় স্টেকহোল্ডারদের নিয়ে সভা

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশশ্ববিদ্যালয়ের (সিভাসু) জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা (২০২২-২০২৩) বাস্তবায়নের নিমিত্ত সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের (স্টেকহোল্ডার) অংশগ্রহণে এক সভা ২৯ মার্চ ২০২৩ বুধবার অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আশরাফ আলি বিশ্বাস, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এবং আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. গউজ মিয়া। সভাপতিত্ব করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ও জাতীয় শুদ্ধাচার কৌশল কমিটির ফোকাল পয়েন্ট সহযোগী অধ্যাপক ড. মো: কাউছার-উল-আলম। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম।

সভায় সেবা প্রদান প্রতিশ্রুতি ও সিটিজেন চার্টার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ও সেবা প্রদান প্রতিশ্রুতি কমিটির ফোকাল পয়েন্ট প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা কমিটির ফোকাল পয়েন্ট প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং তথ্য অধিকার বিষয়ে আলোচনা করেন জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক ও তথ্য অধিকার কমিটির ফোকাল পয়েন্ট খলিলুর রহমান।

সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, কৃষিবিদ, পুষ্টিবিদ, উদ্যোক্তা এবং সিভাসু’র সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।