ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু (ইউএমটি) তে ইনটার্নশিপ করতে যাচ্ছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের (সেশন ২০১৮-২০১৯) ৫৯ জন শিক্ষার্থী। আগামী ১৭ আগস্ট তাঁরা মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন।
শিক্ষা ও গবেষণা বিনিময়ের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি (এমওইউ) অনুযায়ী তাঁরা এক মাস বিনা খরচে মালয়েশিয়ার উক্ত বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে ইনটার্নশিপ কার্যক্রম সম্পন্ন করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এক সভায় এসব তথ্য জানানো হয়। ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আশরাফ আলি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এবং পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, প্রফেসর ড. ফেরদৌসী আকতার এবং প্রফেসর ড. শিরীন আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান নিয়মকানুন মেনে সুষ্ঠু ও সুন্দরভাবে ইনটার্নশিপ কার্যক্রম সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।