বর্তমান বিশ্বের অত্যন্ত সমাদৃত ও আধুনিক সার্জারি পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম হলো ল্যাপারোস্কোপিক সার্জারি। আর এই সার্জারি সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মেডিসিন ও সার্জারি বিভাগের প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর।
প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর ও তাঁর দল সম্প্রতি সিভাসু’র ভেটেরিনারি ক্লিনিক্সের আওতাধীন এস. এ. কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালে একটি কুকুরের ল্যাপারোস্কোপিক সার্জারি (Spaying) সফলভাবে সম্পন্ন করেন। তাঁর মতে, এই ধরনের সার্জারি বাংলাদেশে এটিই প্রথম।
প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর বলেন, ল্যাপারোস্কোপিক সার্জারিকে ‘মিনিম্যালি ইনভেসিভ সার্জারি বা কিহোল সার্জারিও বলা হয়ে থাকে। এটি একজন সার্জনের মাধ্যমে জেনারেল অ্যানেসথেসিয়ার মাধ্যমে করা হয়। এটি প্রচলিত সার্জারি পদ্ধতিগুলোর তুলনায় সহজ। এতে কম কাটাছেঁড়া করতে হয় এবং প্রাণী দ্রুত সেরে ওঠে।
প্রয়োজনে: Prof. Dr. Bibek Chandra Sutradhar, Cell: +88-01711057533.