চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৩ উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিনামূল্যে মানুষ ও প্রাণীদের জলাতঙ্ক রোগের টিকাপ্রদান, কুকুরের নিউটারিং, র্যালি এবং আলোচনা সভা।
সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদ, ওয়ান হেল্থ ইনস্টিটিউট এবং প্রাণিসম্পদ দপ্তর, চট্টগ্রাম যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করছে।
বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৩ উপলক্ষ্যে ২৭ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বিনামূল্যে মানুষ ও প্রাণীদের জলাতঙ্ক রোগের টিকাপ্রদান এবং কুকুরের নিউটারিং কর্মসূচি। কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আশরাফ আলি বিশ্বাস, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এবং চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: নজরুল ইসলাম।
আগামীকাল বৃহস্পতিবার (২৮/০৯/২০২৩২) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের করা হবে র্যালি। সকাল ১০টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিভাসু’র সাবেক উপাচার্য প্রফেসর ড. নীতীশ চন্দ্র দেবনাথ এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিভাসু’র ওয়ান হেল্থ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শারমীন চৌধুরী এবং চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: নজরুল ইসলাম। সভাপতিত্ব করবেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।
সভায় কিনোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ অফিসের পরিচালক ডা. এ. কে. এম. হুমায়ুন কবির। প্রেজেন্টেশন দেবেন সিভাসু’র প্রফেসর ড. আবদুল আহাদ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক প্রধান প্রফেসর ডা. এম. এ. হাসান চৌধুরী।