Students

  Teachers

  Staffs

 

নানা কর্মসূচির মধ্য দিয়ে সিভাসু’তে ‘ওয়ার্ল্ড ওয়ান হেল্থ ডে ও ওয়ার্ল্ড অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স অ্যাওয়ারনেস উইক’ উদযাপন





নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘ওয়ার্ল্ড ওয়ান হেল্থ ডে ও ওয়ার্ল্ড অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স অ্যাওয়ারনেস উইক (১৮-২৪ নভেম্বর ২০২৩)’ উদযাপন করা হয়েছে। এবার ওয়ার্ল্ড ওয়ান হেল্থ ডে’র প্রতিপাদ্য ছিল- Connecting Air, Land and Water.

কর্মসূচির মধ্যে ছিল-শোভাযাত্রা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং পোস্টার প্রদর্শনী ইত্যাদি। সিভাসু’র ওয়ান হেল্থ ইনস্টিটিউটের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

২২ নভেম্বর ২০২৩ বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং কর্মচারীরা অংশগ্রহণ করেন। এরপর সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো: কামাল। সভাপতিত্ব করেন ওয়ান হেল্থ ইনস্টিটিউট-এর পরিচালক প্রফেসর ড. শারমীন চৌধুরী।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস।

প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন-স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ডা: মোহাম্মদ আবুল ফয়েজ, চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের সাবেক পরিচালক ডা. ফরহাদ হোসেন, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা (প্রশাসন) ড. মো: মাহবুবুর রহমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এবং এনভায়রনমেন্টাল সাইন্সেস-এর প্রফেসর ড. মোশাররফ হোসেন। প্যানেল আলোচনা পরিচালনা করেন সিভাসু’র মাইক্রোবায়োলজি ও ভেটেরিনারি পাবলিক হেল্থ বিভাগের প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস।

আলোচনাসভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। উল্লেখ্য, কুইজ প্রতিযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।