Students

  Teachers

  Staffs

 

সিভাসু ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক সই





চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত ১২ সেপ্টেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সিভাসু’র পরিচালক (ছাত্রকল্যাণ) দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

চুক্তির আওতায় সিভাসু’র শিক্ষার্থীরা একটি হেল্থ কার্ডের মাধ্যমে বিভিন্ন প্যাথলজিক্যাল এবং রেডিওলজিক্যাল টেস্টে সর্বোচ্চ ছাড় পাবেন। পাশাপাশি, চট্টগ্রাম শহরের ভেতরে শিক্ষার্থীরা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা পাবেন। এছাড়াও, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পক্ষ থেকে আইপিডিতে সর্বোচ্চ সেবা প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। শিক্ষার্থীদের পিতামাতারাও এই সুবিধাসমূহ প্রাপ্য হবেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভাসু’র পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, ছাত্রহলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ এলাহী চৌধুরী, ছাত্রী হলের প্রভোস্ট প্রফেসর শাহনাজ সুলতানা, সিভাসু’র মেডিকেল সেন্টারের চিকিৎসকবৃন্দ, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. একেএম ফজলুল হক, মেডিকেল ডিরেক্টর ডা. মো: নুরুন নবী এবং সিভাসু’র শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং সিভাসু’র শিক্ষার্থীদেরকে সন্তানতুল্য মনে করে উন্নত চিকিৎসাসেবা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. একেএম ফজলুল হক সিভাসু’র শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা সেবা প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করেন।