চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সিভাসু কর্তৃপক্ষ ১৫ ও ১৬ সেপ্টেম্বর দুই দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করে।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল পবিত্র কোরআন তেলাওয়াত, আযান, হামদ ও নাত, রসুল (সা.)-এর জীবনীর উপর বক্তৃতা প্রতিযোগিতা, ইসলামিক ক্যালিগ্রাফি এবং স্বরচিত কবিতা ও কুইজ প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় সিভাসু’র শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
১৬ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় সিভাসু অডিটোরিয়ামে এক আলোচনাসভার আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা রহিম উদ্দিন। তিনি রসুল (সা.)-এর বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরেন। এছাড়া, সিভাসু’র ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামালও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন সিভাসু’র পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম।
অনুষ্ঠানে সিভাসু’র বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় ছাত্রছাত্রীদের উদ্যোগে এক ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ইসলামী নাশীদ পরিবেশনা ছিল মূল আকর্ষণ।