অবশেষে, ২৭ জুলাই ২০২০ থেকে যাত্রা শুরু করল চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ RT-PCR ল্যাব।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এর প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং আর্থিক সহযোগিতায়, চাঁদপুর মেডিকেল কলেজের পরিচালনায় ও ভাষাবীর এম এ ওয়াদুদ ফাউন্ডেশনের সহযোগীতায় এই ল্যাবটি স্থাপিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সিভাসুর মাননীয় উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ মহোদয় গত ২৭ জুলাই ল্যাবটি উদ্বোধন করেন। প্রাথমিক পর্যায়ে সিভাসুর একজন বৈজ্ঞানিক কর্মকর্তার নেতৃত্বে ছয়জন মাস্টার্স ছাত্রছাত্রী ল্যাবটির কার্যক্রম পরিচালনা করবেন এবং এখানকার কর্মকর্তাদের প্রশিক্ষণ দিবেন।